প্রতাপগড়,২৮ নভেম্বর (হি.স.) : সোমবার গভীর রাতে মধ্যপ্রদেশের মন্দসৌর থেকে রাজস্থানের প্রতাপগড়ে যাওয়ার সময় একটি বাস উল্টে অন্তত ৩৩ জন যাত্রী আহত হয়েছে। পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে। আহত সকলকে একটি ট্রাকে এবং পরে একটি অ্যাম্বুলেন্সে করে জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে যে তিন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, জাখর ট্রাভেলসের বাসটি মন্দসৌর থেকে প্রতাপগড়ের দিকে যাচ্ছিল। আচমকাই দ্রুতগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে হাথুনিয়া গ্রামের কাছে উল্টে যায়। দুর্ঘটনার পর বাসের ভেতরে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়।
স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে বাসের জানালার কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করে। খবর পেয়ে হাথুনিয়া থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে যাত্রীদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার ঋষিকেশ মীনা এবং প্রশাসনিক আধিকারিকরাও জেলা হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন। এএসপি মীনা জানান, বর্তমানে জেলা হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এএসপি আরও জানান, দুর্ঘটনার সঠিক কারণ এখনও নিশ্চিত হওয়া না গেলেও প্রাথমিকভাবে টায়ার ফেটে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটেছে বলেও অনুমান করা হচ্ছে।