ডোডা, ২৭ নভেম্বর (হি.স.) : সোমবার জম্মু ও কাশ্মীরের ডোডা জেলার গুন্দানা তহসিলের তানতানা এলাকায় একটি গাড়ি গভীর খাদে পড়ে যায়। মৃত্যু হয়েছে দুইজনের। চালক গুরুতর আহত।
তথ্য অনুযায়ী, সোমবার একটি গাড়ি ঠাথরি থেকে গুন্দানার দিকে যাচ্ছিল। গাড়িটি তানতানার কাছে পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি পাশের ২৫০ ফুট গভীর খাদে পড়ে যায়।
এসএসপি ডোডা আব্দুল কাইয়ুম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টার দিকে তানতানা-গুন্দনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই ব্যক্তি মারা যায় এবং চালক আকিব গুলজার আহত হন । তাকে জিএমসি ডোডায় স্থানান্তরিত করা হয়। নিহতরা হলেন, কোঁথালের মীর আলী ও ডান্ডিভালার জাফরুল্লাহ। ডোডা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।