ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর।।সারাক্ষণ প্রাধান্য নিয়ে খেলেও জয় পেলো না ত্রিপুরা। করলো পরাজয়ের হ্যাটট্রিক। ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত জাতীয় সিনিয়র মহিলাদের ফুটবলে। ওই রাজ্যের ফুটবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে সোমবার ত্রিপুরা পরাজিত হয় ২-০ গোলে। অথচ ম্যাচের শুরু থেকেই পর্যাপ্ত প্রাধান্য নিয়ে খেলতে থাকে ত্রিপুরার ফুটবলাররা। সুযোগ পেয়ে গিয়েছিলো বেশ কয়েকটি। কিন্তু দলের আক্রমণভাগের ফুটবলারদের ব্যর্থতায় বিপক্ষের জাল নাড়াতে পারেনি ত্রিপুরা। মৌসুমী ওরাং, প্রীতি জমাতিয়া, ধোনিতা রিয়াং এবং শ্রেয়া দেব-রা বেশ কয়েকটি সহজ সুযোগ নষ্ট করে দলকে চাপে ফেলে দেন। ম্যাচ শেষ হওয়ার ১০ মিনিট আগে প্রথম গোলটি হজম করে ত্রিপুরা। এরপর আল আউট খেলতে গিয়ে অপর গোলটি হজম করে রাজ্যদল। খেলা শেষে হতাশ ত্রিপুরার কোচ সুজিত ঘোষ ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে বলেন,”এভাবে সুযোগ নষ্ট করলে জয় পাওয়া যায় না। ক্রমাগত সুযোগ নষ্ট করে দলীয় ফুটবলারদের মনোবল ভেঙ্গে ফেলেছিলো আক্রমণভাগের ফুটবলাররা। এর থেকেই এসেছে পরাজয়”। ৩০ নভেম্বর ত্রিপুরার চতুর্থ প্রতিপক্ষ চন্ডীগড়।
2023-11-27