দান্তেওয়াড়ায় বেসরকারি নির্মাণ সংস্থার ১৬টি গাড়িতে আগুন ধরিয়েছে মাওবাবাদীরা


দান্তেওয়াড়া/রায়পুর, ২৭ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় একটি বেসরকারি নির্মাণ সংস্থার (আরসি নাহার কোম্পানি) ভানসি অ্যাসফল্ট প্ল্যান্টে রবিবার গভীর রাতে দাঁড়িয়ে থাকা ১৬টি গাড়ির জ্বালানি ট্যাঙ্ক ভেঙে ফেলে প্রায় ৫০ জনের বেশি মাওবাদীদের একটি দল। এরপর গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। এএসপি রামকুমার বর্মণ পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন।

দান্তেওয়াড়া পুলিশের মতে, মাওবাদীদের সংখ্যা প্রায় ৫০ জন বলে জানা গেছে। সবাই কালো পোশাক পরে ছিল। মাওবাদীরা দান্তেওয়াড়া থেকে বাইলাডিলার মধ্যে রাস্তা দিয়ে প্রবেশ করছে। কোম্পানির এই প্ল্যান্টটি ভাঁসি থানা থেকে এক কিলোমিটার দূরে। পুলিশ জানিয়েছে, মাওবাদীরা প্ল্যান্টে দাঁড়িয়ে থাকা হিওয়া, জেসিবি, পোকলেন, পেভার মেশিন সহ ১৬ টি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। আশেপাশে রেললাইন ডাবলিংয়ের কাজে নিয়োজিত কিছু যানবাহনের ক্ষতিরও খবর মিলেছে। ভানসি থানার বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মাওবাদীদের ধর্মঘটের কারনে ইতিমধ্যেই এই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *