রাজ্যে ঘটে যাওয়া সন্তান বিক্রির ঘটনায়  বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করালেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর : বংশীপাড়া এলাকার বাসিন্দা খোকন দেববর্মার দেড় দিনের কন্যাসন্তানকে ৩০ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছিলেন। এই ঘটনায় রাজ্য সরকারকে বিধলেন প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া।

সোমবার সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী নরেশ জমাতিয়া সন্তান বিক্রির দৃষ্টান্ত তুলে ধরে বলেন রাজ্য সরকার যেভাবে জনজাতি অধ্যুষিত এলাকায় জনজাতি বিরোধী নীতি অবলম্বন করে চলেছে তাতে প্রচন্ড সংকটের সৃষ্টি হয়েছে। আর এই কারণেই সন্তান বিক্রির মত ঘটনা ঘটে চলেছে বলে দাবি করেছেন তিনি। ।

তিনি আরো বলেন, আগে বাবা মায়েরা তাদের সন্তানদের হত্যা করে নিজেরাও আত্মহত্যার পথ দেখে নিতো। এ ধরনের ঘটনাও ঘটেছিল জনজাতি অধ্যুষিত এলাকায়। যা দুর্ভাগ্যজনক।

তার কথায়, ভারতীয় জনতা পার্টি অনুসৃত নীতির কারণে বিভিন্ন সরকারি ক্ষেত্রকে বেসরকারিকরণ করা, এর মানেই হচ্ছে সংরক্ষিত আসন গুলোকে অসংরক্ষিত করা। কারণ বেসরকারি ক্ষেত্রে কোন ধরনের সংরক্ষিত আসন থাকে না। যার কারণে দেশজুড়ে জনজাতি ছেলেমেয়েদের ক্ষেত্রে কর্মসংস্থানের পরিবর্তে কর্ম সংকোচনের ব্যবস্থা করা হয়েছে। বেসরকারি ক্ষেত্রে চাকরির সুযোগগুলোকে অসংরক্ষিত করে বন্ধ করে দেওয়া হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব পড়েছে জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এধরনের ঘটনা ঘটে চলেছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরো অভিযোগ করেন, প্রাপ্য তহবিল থেকে বঞ্চিত হচ্ছে জনজাতি অধ্যুষিত এলাকাগুলো। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জিলা পরিষদ এলাকায় ভিলেজ কাউন্সিলের নির্বাচনকে স্তব্ধ করে দিয়ে বঞ্চিত করা হচ্ছে জনজাতি অধ্যুষিত এলাকার সাধারণ মানুষের অধিকারকে। জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে জনজাতিদের ভূমিসুরক্ষার জন্য যে ব্যবস্থা ছিল অর্থাৎ বামফ্রন্ট সরকারের সময়ে থাকা এডিসির নিজস্ব ল্যান্ড অ্যালটমেন্ট কমিটি সেগুলোকেও বাতিল করে দেওয়া হয়েছে বলে একের পর এক বিষয় নিয়ে এদিনের সাংবাদিক সম্মেলনে সোচ্চার হয়েছেন প্রাক্তন মন্ত্রী।

রেগার কাজ ও ঠিকভাবে দেওয়া হচ্ছে না অভিযোগ করেছেন তিনি।  এই কারণে জনজাতি সুরক্ষা মঞ্চ সত্যিই কার অর্থে যদি জনজাতিদের সুরক্ষা জন্য, সাধারণ মানুষকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য দলীয় কর্মীদের একত্রিত হওয়ার আহ্বান করেন প্রাক্তন বনমন্ত্রী।

 সাংবাদিক সম্মেলনে এদিন প্রাক্তন মন্ত্রী আরো বলেন আরএসএস অনুমোদিত জনজাতি সুরক্ষা মঞ্চ নামের একটি সংগঠন গত কয়েকদিন আগে একটি কর্মসূচির ঘোষণা দেয়। জনজাতি খ্রিস্টানদের জনজাতি তালিকা থেকে বাদ দেওয়ার দাবিতে আগামী ২৫ শে ডিসেম্বর আগরতলায় একটি রেলি করা হবে। এটাই ছিল জনজাতি সুরক্ষা মঞ্চের ঘোষিত কর্মসূচি। যা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদ। বড়দিনের মত একটি গুরুত্বপূর্ণ উৎসবের দিনে যেখানে খ্রিস্টান ধর্মাবলম্বীদের পাশাপাশি সকল ধর্মের সাধারণ মানুষ আনন্দের জোয়ারে মেতে উঠে গোটা বিশ্বজুড়ে, সেই জায়গায় সেই দিনটিতে খ্রিস্টানদের খ্রিস্টান বিরোধী করার দাবি নিয়ে মিছিল করার কর্মসূচি পুরোপুরিভাবে সাম্প্রদায়িক এবং প্ররোচনামূলক বলে মনে করেন প্রাক্তন বন মন্ত্রী নরেশ জমাতিয়া।

তিনি আরো বলেন, জনজাতি খ্রিস্টানদের জনজাতি তালিকা থেকে বাদ দেওয়ার দাবি পুরোপুরি অসংবিধানিক। ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে এ ধরনের উৎসব পালন করার ক্ষেত্রে কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়া উচিত নয়।

এদিন ত্রিপুরার রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির  সাংবাদিক সম্মেলনে প্রাক্তন বনমন্ত্রী নরেশ জমাতিয়া ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক প্রণব দেববর্মা।