মহারাজগঞ্জ বাজারে রাসলীলা ও উৎসব উপভোগ করলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ নভেম্বর : মহারাজগঞ্জ বাজারে শ্রীশ্রী রাধাকৃষ্ণের রাসলীলা ও গৌরাঙ্গ মহাপ্রভুর ১৯দিন ব্যাপী উৎসবের শেষ দিন ছিল সোমবার। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মেয়র দীপক মজুমদার, কাউন্সিলর সহ মহারাজগঞ্জ বাজার ব্যবসায়ীরা। এদিন রাধা কৃষ্ণের রাসলীলা দর্শন করতে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মঙ্গল কামনা করেন রাজ্যবাসীর।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এই রাসলীলা মহারাজগঞ্জ বাজারের ঐতিহ্যবাহী এক অনুষ্ঠান। সব ধরনের মানুষ দূর-দূরান্ত থেকে এসে একত্রিত হয়। কৃষ্টি সংস্কৃতি এই অনুষ্ঠানের মধ্যে পরিলক্ষিত হয় বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, দীর্ঘবছর ধরে এই উৎসব হয়ে আসছে। এধরনের আয়োজনের জন্য তিনি উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন।