আগরতলা, ২৭ নভেম্বর : প্রতিবছরের ন্যায় এবারেও রাস উৎসব পালিত হচ্ছে রাজধানীর রাধানগরস্থিত রাধামাধব মন্দিরে। যাকে কেন্দ্র করে ধর্মীয় মনোভাব সম্পন্ন জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। শুধুমাত্র মণিপুরী সস্প্রদায়ই নয়, হিন্দু ধর্মের প্রত্যেকের মধ্যেই এই উৎসবকে কেন্দ্র করে উৎসাহ লক্ষ্য করা যায়।
রাধামাধব মন্দিরের পূজারী জানিয়েছেন ১৭৫৯ খ্রিস্টাব্দ থেকে এই মন্দিরে রাস উৎসব পালিত হয়ে আসছে। তৎকালীন সময়ে মণিপুরের মহারাজার সাথে এক মেলবন্ধনে এই মন্দির নির্মিত হয়েছিল। তখন থেকেই এখানে রাস উৎসব অনুষ্ঠিত হয় প্রতিবছর। ২২৫ বছর ধরে এই উৎসব পালিত হয়ে আসছে। এবারে এই উৎসবে অনুষ্ঠান পরিবেশনে অংশ গ্রহন করছেন ইম্ফল ও বাংলাদেশের গুণী শিল্পীরা।

