বারামুল্লা, ২৬ নভেম্বর (হি.স.) : জম্মু ও কাশ্মীর পুলিশ রবিবার বারামুল্লা জেলা থেকে নিষিদ্ধ সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তৈবার তিন সাহায্যকারীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আপত্তিকর সামগ্রী উদ্ধার করা হয়েছে।
একজন পুলিশ আধিকারিক রবিবার জানিয়েছেন, ১৩ শিখলি, ১৮৫ বিএন বিএসএফ এবং বারামুল্লা জেলা পুলিশের একটি দলের যৌথভাবে চালানো নাকা চেকিংয়ের সময় তিনজন ধরা পড়ে। ঝুলা ফুট ব্রিজের কাছে কালগাইতে ব্যাগ বহনকারী দুজন জঙ্গিদের সহযোগীকে থামানো হয়েছিল। তল্লাশি করে তাদের দুজনের কাছ থেকে তিনটি চাইনিজ গ্রেনেড ও আড়াই লক্ষ টাকা উদ্ধার করা হয়। ধৃতদের নাম, জমির আহমেদ খান্দে ও মোহাম্মদ নাসিম খান্দে।
পুলিশি জিজ্ঞাসাবাদে তারা দুজনেই জানায় যে, এই অবৈধভাবে পাওয়া হাতবোমা এবং নগদ টাকা মঞ্জুর আহমেদ ভাট্টি তাদের দিয়েছিল, যাতে তারা সন্ত্রাসবাদী কার্যকলাপ ঘটাতে পারে। এরপর মঞ্জুর আহমেদ ভাট্টিকেও গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে ভাট্টি জানিয়েছে, সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর জন্য তিনি এই দুই ব্যক্তিকে অবৈধভাবে প্রাপ্ত গ্রেনেড এবং নগদ সরবরাহ করেছিল। পুলিশ তার কাছ থেকে একটি চাইনিজ হ্যান্ড গ্রেনেড এবং ২.১৭ লক্ষ টাকার নগদও উদ্ধার করেছে। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।