নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৬ শে নভেম্বর : আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির সপ্তম বার্ষিক অধিবেশন রবিবার বিলোনিয়া কলেজ স্কয়ারস্থিত অগ্নিবীণা কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি বিলোনিয়া শাখার উদ্যোগে সপ্তম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে এদিন।
মঞ্চে উপবিষ্ট অতিথিদের বরণ করার পর মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন অতিথিগন।
রাজ্য বহি:রাজ্য ও বাংলাদেশ থেকে আগত সাহিত্যিকদের এক মিলনক্ষেত্র তৈরি হয় অগ্নিবীণা কমিউনিটি হলে, স্হানীয় শিল্পীদের দিয়ে অনুষ্ঠিত হয় উদ্বোধনী সঙ্গীত।
আলোচনার ফাঁকে ফাঁকে বাংলা সাহিত্যিকদের লেখা অভ্যুদয় সহ আরো অন্যান্য বই এর মলাট উন্মোচন করা হয়েছে এদিন। আন্তর্জাতিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতি বিলোনীয়া শাখার আয়োজিত অনুষ্ঠানে ছিলেন বিলোনীয়া পুরপরিষদের চ্যায়ারপার্সন নিখিল চন্দ্র গোপ, কেন্দ্রীয় সহ সচিব সজল গুহ,কেন্দ্রীয় সহ সভাপতি ডঃকোয়েলা গাঙ্গুলি,দীলিপ বনিক, দিল্লি শাখার উপদেষ্টা ডঃ শ্রীমতী চক্রবর্তী, বাংলা দেশ থেকে আগত সেখানকার দায়িত্ব প্রাপ্ত নিগার সুলতানা, সহ অন্যান্য অতিথিগন।