২৬/১১ হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাজনাথের, প্রতিরক্ষা মন্ত্রী জানালেন দেশ কখনও তাঁদের ভুলবে না

নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, “২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার শহিদদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। দেশ চিরকাল মনে রাখবে সেই সমস্ত নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগের কথা, যারা নিজেদের জীবন দিয়ে দায়িত্ব পালন করেছিলেন।”

২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবা-র ১০ জন সশস্ত্র জঙ্গি| বাণিজ্যনগরীর বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা| এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে ২২ জন নিরাপত্তাকর্মী সহ মৃত্যু হয় ১৬৬ জন নিরীহ মানুষের| ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পত্তি| নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় ৯ জঙ্গির| একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের ফাঁসি হয়েছে ২০১২ সালের ২১ নভেম্বর|

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *