নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর : আজ রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে রাজধানী আগরতলা শহরে মিছিল সংগঠিত করল ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘ। এ বছরের প্রথম খাদ্য গুদাম শ্রমিকদের জন্য ২ হাজার টাকা করে পূজা বোনাস প্রদান করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে দারুণ খুশি খাদ্য গুদাম শ্রমিকরা। সে কারণেই রাজ্য সরকারকে ধন্যবাদ জানাতে রাজপথে মিছিল সংগঠিত করলেন তারা।
মিছিলে অংশগ্রহণ করে সংগঠনের রাজ্য নেতৃত্ব বলেন ত্রিপুরা সরকারি খাদ্য গুদাম শ্রমিক সংঘের দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন উপলক্ষে এই মিছিল সংঘটিত করা হয়েছে। মিছিলটি রাজধানী আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন খাদ্য গুদাম শ্রমিক সংঘের দ্বিবার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী।