ফায়ারম্যান ও ড্রাইভার পদে অবিলম্বে নিয়োগের দাবিতে আন্দোলনে চাকুরী প্রার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর : ত্রিপুরা ফায়ার অ্যান্ড ইমারজেন্সি বিভাগে ড্রাইভার এবং অন্যান্য কর্মী নিয়োগের দাবিতে রবিবার সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন কর্মসূচি সংঘটিত করেছেন চাকুরী প্রার্থীরা। তারা জানিয়েছেন ২০২২ সালের ১৪ মে ত্রিপুরা ফায়ার এন্ড এমার্জেন্সি বিভাগের তরফ থেকে ইন্টারভিউ আহবান করা হয়েছিল। সেই ইন্টারভিউতে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের ফলাফল এখনো ঘোষণা করা হয়নি। অবিলম্বে ফলাফল ঘোষণা করে উপযুক্ত প্রার্থীদের নিয়োগ করার জোরালো দাবি জানিয়েছেন তারাএদিন ।

চাকুরীপ্রত্যাশীরা আরো জানিয়েছেন,  ড্রাইভার পদে ২৫ টি শূন্যপদ এবং ফায়ার ম্যান পদে ৩০৪ টি শূন্য পদ রয়েছে। প্রায় ১৮০০ চাকুরী প্রার্থী ইন্টারভিউ প্রদান করেছিলেন বলে তারা জানিয়েছেন। এদিন সিটি সেন্টারের সামনে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়ে তাদেরকে অবিলম্বে নিয়োগের ব্যবস্থা করতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন চাকুরী প্রার্থীরা।

তারা দাবি করেন, ফায়ার এন্ড এমার্জেন্সি বিভাগে শূন্য পদ থাকা সত্ত্বেও নিয়োগ না করায় দপ্তরের কাজকর্ম পরিচালনা করার ক্ষেত্রেও সমস্যার সৃষ্টি হচ্ছে। গুরুত্বপূর্ণ এই দপ্তরের শূন্য পদগুলি পূরণ করা হলে একদিকে যেমন দপ্তরের কাজকর্মের সুবিধা হবে অন্যদিকে বেকাররাও কর্মসংস্থানের সুযোগ পাবে। সার্বিক বিষয়ে বিবেচনা করেই অবিলম্বে তাদেরকে নিয়োগের ব্যবস্থা করতে তারা দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন এদিন।