নয়াদিল্লি, ২৬ নভেম্বর (হি.স.): সন্ত্রাস দমনে ভারত বদ্ধপরিকর। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে এই বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার মন-কি-বাত অনুষ্ঠানে ২৬/১১ মুম্বইয়ে সন্ত্রাসী হামলায় শহিদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেছেন, “আমরা ২৬ নভেম্বর দিনটি কখনই ভুলতে পারি না…এই দিনেই আমাদের দেশে একটি জঘন্য হামলা হয়েছিল… মুম্বই হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাঁদের প্রতি আমি শ্রদ্ধা জানাই।” প্রধানমন্ত্রীর কথায়, “আমরা এই দিনটি কখনই ভুলতে পারি না, এই দিনে ভারত সবচেয়ে জঘন্য সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছিল।”