নারায়ণপেট, ২৬ নভেম্বর (হি.স.): তেলেঙ্গানার সমস্ত দুর্নীতি কেসিআর ও তাঁর মন্ত্রীদেরই কৃতিত্ব। কে চন্দ্রশেখর রাও-এর সরকারকে আক্রমণ করে বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। রবিবার তেলেঙ্গানার নারায়ণপেট-এ এক জনসভা থেকে অমিত শাহ বলেছেন, “আসন্ন নির্বাচন শুধুমাত্র বিধায়ক তৈরির জন্য নয়, তেলেঙ্গানার ভবিষ্যত তৈরির বিষয়েও। কেসিআর এবং তার মন্ত্রীরা ক্ষমতায় আসার পর থেকে ব্যাপক দুর্নীতিতে জড়িত। তেলেঙ্গানার সব কেলেঙ্কারি তাদের কৃতিত্ব!”
অমিত শাহ আরও বলেছেন, “কেসিআর জনগণকে লুট করতেই ব্যস্ত, তাঁতিদের জন্যও কিছুই করেনি। ভারতীয় জনতা পার্টি তাঁতিদের ক্ষমতায়নের জন্য নারায়ণপেটে একটি টেক্সটাইল পার্ক স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে।” কংগ্রেসকে কটাক্ষ করে অমিত শাহ বলেছেন, “কংগ্রেসের বিধায়কদের চিনা পণ্যের মতো কোনও নেই। তারা যে কোনও সময় বিআরএসে যেতে পারে। শুধুমাত্র বিজেপিই তেলেঙ্গানায় সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে পারে। আমরা ক্ষমতায় এলে অনগ্রসর শ্রেণী থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী করব।”