চন্ডিগড়, ২৬ নভেম্বর (হি.স.) : পঞ্জাবের অমৃতসর পুলিশ ছয় কেজি হেরোইনসহ দুজনকে গ্রেফতার করেছে। রবিবার পুলিশের এক আধিকারিক একথা জানিয়েছেন। রবিবার অমৃতসর পুলিশ ধৃতদের থেকে ছয় কেজি হেরোইন বাজেয়াপ্ত করার পরে তাদের দুজনকে গ্রেফতার করেছে।
পুলিশ আধিকারিক গৌরব যাদব বলেন, অভিযুক্তরা মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক পাচারকারী। ধৃতরা জসমিত সিং ওরফে লাকির সহযোগী বলে অভিযোগ পাওয়া গিয়েছে। পুলিশ আধিকারিক গৌরব যাদব রবিবার সোশ্যাল মিডিয়া এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, “আন্তঃসীমান্ত মাদক চোরাচালান নেটওয়ার্ক অভিযান চালিয়ে @সিপিঅমৃতসর পুলিশ #ইউএসএ ভিত্তিক চোরাচালানকারী জসমিত সিং @ লাকির দুই সহযোগীকে গ্রেফতার করেছে এবং ৬ কেজি হেরোইন উদ্ধার করেছে”।