শ্রীনগর, ২৫ নভেম্বর (হি.স.): জমজমাট শীতে কাঁপছে সমগ্র কাশ্মীর উপত্যকা, শীতে কাবু কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখও। কাশ্মীর ও লাদাখের অধিকাংশ স্থানেই এখন হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রার পারদ। এই পরিস্থিতিতে কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯-৩০ নভেম্বর কাশ্মীরের সমতলে বৃষ্টি ও পাহাড়ের তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
কাশ্মীরের আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ২৭-২৮ নভেম্বর সময়কালে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক, ১-৩ নভেম্বরও আবহাওয়া থাকবে মেঘাচ্ছন্ন।
শ্রীনগর থেকে গুলমার্গ, লেহ থেকে কার্গিল সর্বত্রই তাপমাত্রার পারদ হিমাঙ্কের নীচে পৌঁছে গিয়েছে। রাতের তাপমাত্রা সর্বত্রই নিম্নমুখী, সকালের দিকে আবার কুয়াশার চাদরে ঢাকা পড়ছে রাস্তাঘাট। সবমিলিয়ে নভেম্বরের শেষ সপ্তাহেই জমাটি ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ।

