নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): রাজধানী দিল্লির দূষণ পরিস্থিতি রয়েছে খারাপের পর্যায়েই। বাতাসের গুণমান শনিবারও খারাপই থেকে গেল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) জানিয়েছে, শনিবার দিল্লির বেশির ভাগ জায়গায় বাতাসের গুণমান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা এআইকিউ) ছিল ‘খারাপ’। সর্বোপরি, শনিবার রাজধানীর অধিকাংশ স্থানেই একিউআই ছিল ৪০০-র ঊর্ধ্বে। শনিবার সকালে ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে যায় দিল্লির বহু এলাকা। দৃশ্যমানতাও নেমে আসে। ধোঁয়াশা পরিস্থিতি কাটাতে রাজধানীতে লাইট জ্বালিয়ে চলাচল করেছে গাড়ি। ধোঁয়াশায় ‘শ্বাসরুদ্ধ’ পরিস্থিতি জাতীয় রাজধানীতে, দূষণের কারণে প্রতিদিনই সকালের দিকে কষ্ট অনুভব করছেন দিল্লিবাসী। মাঝে এক দিন দিল্লিতে আবহাওয়া উন্নতি হলেও, শনিবার ফের খারাপ হয়ে গিয়েছে। এদিন সকাল ৬টা নাগাদ আনন্দ বিহারে বাতাসের গুণগতমান ছিল ৪৫৮, ওয়াজিরপুরে ৪৬২, আর কে পুরমে ৪৩১, বুরারি ক্রসিংয়ে ৪২৭ এবং দ্বারকা সেক্টর-৮-এ ৪৩৮।
2023-11-25

