উত্তর কেরলের বিমানবন্দরগুলির ‘অচল’ উন্নয়নের জন্য কেন্দ্রকে নিশানা কেরলের মুখ্যমন্ত্রীর

কোঝিকোড়, ২৫ নভেম্বর (হি.স.) : কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার উত্তর কেরলের বিমানবন্দরগুলিতে কোনোরকম উন্নয়ন না হওয়ার জন্য কেন্দ্রকে দায়ী করেছেন। শনিবার নাভা কেরালা সাদাস অনুষ্ঠানের ফাঁকে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে একথা বলেন।

মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন শনিবার উত্তর কেরলের জেলা কান্নুর এবং করিপুর বিমানবন্দরে উন্নয়নের অভাবের জন্য কেন্দ্রের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন যে তাদের সম্প্রসারণ কেন্দ্র সরকারের নীতির কারণে খারাপ হয়ে গিয়েছে। রাজ্য সরকারের আউটরিচ অনুষ্ঠান নাভা কেরল সাদাস অনুষ্ঠানের ফাঁকে মিডিয়ার সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। তিনি এই বিমানবন্দরগুলির ব্যাপক উন্নয়নের জন্য জনগণের দাবির উপর জোর দেন। কেরল প্রবাসীদের দেশ বলে উল্লেখ করে তিনি বলেন, তাঁদের জন্মভূমির সঙ্গে সংযোগ রক্ষা করার সুবিধা প্রদান করা খুবই প্রয়োজনীয়।