জেআরসি-র ফ্রেন্ডলি ক্রিকেট সিজন শুরু অ্যানিমেটরের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর।। প্রথম ম্যাচেই রোমহর্ষক জয়। সাংবাদিক ক্রিকেটারদের বিনোদনমূলক ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ। আয়োজক অ্যানিমেটর। ‌ ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ সিজন ফোর  শিরোনামে বাধারঘাটের মাতৃপল্লী মাঠে এবারও জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাব ঠিক দুই বল বাকি থাকতে সাত উইকেটের ব্যবধানে রোমাঞ্চকর জয় পেয়েছে টিম অ্যানিমেটরের বিরুদ্ধে। অ্যানিমেটরের সঙ্গে ম্যাচ দিয়ে বছরের গোড়াপত্তন, এই নিয়ে চার বছরে পা দিলো। মরশুম শুরুর ম্যাচ। শুরুতে আনুষ্ঠানিকতাও ছিল খানিকটা। বিধায়ক মীনা রানী সরকার মাঠে উপস্থিত থেকে দু দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে দর্শনীয় ভঙ্গিতে ব্যাটে বলে হিট করে ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার শ্রদ্ধেয় সমীর সমাজপতি, কর্পোরেটর প্রসেনজিৎ লোধ, সমাজসেবক তপন ঘোষ, রতন ঘোষ, কমল দে, গোবিন্দ বাউল, অলক দত্ত, গৌতম দে, নিতাই ভট্টাচার্য, ক্রীড়া সাংবাদিক কিরিটি দত্ত প্রমূখ। টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়ে আয়োজক টিম অ্যানিমেটর ১০৭ রানের টার্গেট ছুঁড়ে দিলে জেআরসি দুই বল বাকি থাকতে তিন উইকেটের বিনিময়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। ‌ দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্য স্বরূপ জেআরসি-র মেঘধন দেব ম্যান অফ দ্যা ম্যাচ এবং সেরা ব্যিটার্স-এর পুরস্কার পান। এছাড়া, সেরা বোলার হিসেবে বিশ্বজিৎ দেবনাথ, সেরা ফিল্ডার হিসেবে শেখর দেববর্মা পুরস্কৃত হয়েছেন। টিম অ্যানিমেটরের রনদীপ পালের ব্যাটিং এবং রাহুল ঘোষের বোলিংও বেশ নজর কেড়েছে। জেআরসি-র পক্ষে ব্যাটিং লাইনআপে অনির্বাণ দেব, মৃদুল চক্রবর্তী, রবীন্দ্র শর্মা এবং সুব্রত দেবনাথ-এর পাশাপাশি বোলিং লাইন আপে অভিষেক দে, জাকির হোসেনের পারফরম্যান্সও উল্লেখযোগ্য। অন্যান্যদের মধ্যে মিল্টন ধর, বিষ্ণুপদ বণিক, দিব্যেন্দু দে-র ভূমিকাও প্রশংসনীয়। দু-দলেরর ক্যাপ্টেন অভিষেক দে ও প্রসেনজিৎ সাহা দু দলের খেলোয়ারদের দারুন পারফরমেন্সের জন্য ধন্যবাদ জানান। ম্যাচ পরিচালনায় আম্পায়ার বিজয় দাস ও দেবাশীষ ভট্টাচার্যকেও সংবর্ধিত করা হয়। খেলা শেষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে অ্যানিমেটরের পাইওনিয়ার পেট্রন কৌশিক সমাজপতি, প্রাক্তন ক্রিকেটার সমীর সমাজপতি, জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সভাপতি তথা সিনিয়র জার্নালিস্ট সুপ্রভাত দেবনাথ, সহ-সভাপতি সান্তনু বণিক প্রমুখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সবশেষে সংক্ষিপ্ত ভাষণে জেআরসি-র সচিব তথা টিম ক্যাপ্টেন অভিষেক দে আগামী সময়েও এ ধরনের শুরুর ম্যাচটা এই মাঠে জারি থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *