মুম্বই, ২৫ নভেম্বর(হি.স.): আইপিএলএর ১৭তম আসরে আবার দল পরিবর্তন করতে যাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তিনি গুজরাট টাইটান্স ছেড়ে পুরনো দল মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরছেন।
গত দু বছর গুজরাট টাইটান্সের হয়ে দারুণ সময় কাটিয়েছেন হার্দিক। নেতৃত্ব দেন গুজরাটকে। ১৫তম আসরে ১৫ কোটি টাকা খরচ করে দলে নিয়েছিল আহমেদাবাদের ফ্র্যাঞ্চাইজিটি। তার নেতৃত্বে অভিষেক মরসুমেই শিরোপা পায় গুজরাট। পরের মরসুমেও ফাইনালে ওঠে তারা। তবে ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারে গুজরাট।
নতুন দলকে এতসব চমক দেখানোর পরও পান্ডিয়া আবার ফিরতে চান পুরনো ডেরা মুম্বইয়ে।
গুজরাট ফ্র্যাঞ্চাইজির একটি সূত্র জানাচ্ছে, হার্দিকের আবার মুম্বাইয়ে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলা সম্ভব নয়।’

