চুরি করতে গিয়ে হাতেনাতে ধৃত দুই চোর

বাঁকুড়া, ২৪ নভেম্বর (হি.স.) : চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়লো দুই চোর।বৃহস্পতিবার রাতে বিষ্ণুপুরে এই ঘটনা ঘটে।শীতের রাতে চুরি ঠেকাতে বিষ্ণুপুর শহরে সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে বাঁকুড়ার কেঠারডাঙ্গার তিনজন বিষ্ণুপুর শহরে একটি বাড়িতে হানা দেয়‌।বন্ধ ঘরে ঢোকার সময় সাদা পোশাকে ডিউটিরত পুলিশের হাতে ধরা পড়ে।তিনজনের মধ্যে দুজনকে পুলিশ ধরে ফেলে, অপরজন পালাতে সক্ষম হয়।ধৃত দুজনেরই বাড়ি কেঠারডাঙ্গায়।একজনের নাম তাজ মহম্মদ খান ওরফে বাঁকা (৪৩)অপরজন আলী মহম্মদ খান (২৩) ওরফে রিন্টু।তাদের কাজ থেকে তালা ভাঙ্গা ও দরজা জানালার রড কাটার যন্ত্রপাতি ও চোরাই মাল উদ্বার করেছে পুলিশ।ধৃতদের শুক্রবার আদালতে তোলা হবে বলে বিষ্ণুপুর পুলিশ আধিকারিক জানান।