জাতীয় ‌সিনিয়র মহিলা ফুটবলে ত্রিপুরা আজ সিকিমের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর।। নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে শনিবার মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ সিকিম। ব্যাঙ্গালুরু ফুটবল স্টেডিয়ামে হবে ম্যাচটি। জাতীয় সিনিয়র বালিকাদের ফুটবলে। আজ বিকেল সাড়ে ৩ টায় হবে ম্যাচটি। আসরের প্রথম ম্যাচে ত্রিপুরা ০-‌৮ গোলে কর্ণাটকের বিরুদ্ধে পরাজিত হলেও সিকিম পয়েন্ট ভাগ করে ছত্তিশগড়ের বিরুদ্ধে। ফলে শক্তির বিচারে কিছুটা হলেও এগিয়ে থেকে মাঠে নামবে সিকিম। দুদলই শুক্রবার শেষ প্রস্তুতি সেরে নেয়। সিকিম ফেভারিট হিসাবে মাঠে নামলেও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত সুজিত ঘোষের মেয়েরা। কর্ণাটক ম্যাচের ব্যর্থতা ভুলে নতুন উদ্যোমে মাঠে নামতে চাইছেন ধোনিতা রিয়াং-‌রা। এদিন বিকেলে ঘন্টা দেড়েক অনুশীলন করেন ত্রিপুরার ফুটবলাররা। তাতে ফুটবলারদের শারীরিক সক্ষমতা বাড়ানোর উপর জোড় দেন ত্রিপুরার কোচ। পাশাপাশি কর্ণাটকের বিরুদ্ধে ম্যাচে যে ভুলগুলো হয়েছিলো তা শুধরে নেওয়ার চেষ্টা করেন অনুশীলনের মধ্য দিয়ে। অনুশীলন শেষে ত্রিপুরার কোচ ব্যাঙ্গালুরু থেকে টেলিফোনে বলেন,”আসরের প্রথম জয়ের জন্য প্রস্তুত মেয়েরা। তা মাথায় রেখেই মাঠে নামবে। আশাকরি মেয়েরা সিকিমের বিরুদ্ধে হতাশ করবে না। সাফল্য পেয়েই মাঠ ছাড়বে। মেয়েরাও কথীআ দিয়েছে পুরো পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ার”।‌‌