চোপড়ায় জমির দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, জখম ৬

চোপড়া, ২৪ নভেম্বর (হি.স.) : উত্তর দিনাজপুরের চোপড়া থানার টেপাগাঁও গ্রামে জমির দখল নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়াল । শুক্রবার এই সংঘর্ষ চলাকালীন বোমাবাজিরও অভিযোগ উঠেছে। ঘটনায় দু’পক্ষের মোট ৬ জন জখম হয়েছেন। তাঁদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে চা বাগানের জমির মালিকানা নিয়ে বিবাদ রয়েছে মহম্মদ বসিরুদ্দিন ও ইয়াকুব আলির পরিবারের মধ্যে। এদিন সেই বিবাদ চরমে ওঠে। দুই পরিবারের সংঘর্ষে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে চোপড়া থানার দাসপাড়া ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *