কাশ্মীরে সামান্য বাড়ল তাপমাত্রা, তবুও হিমাঙ্কের নীচেই, জমজমাট ঠান্ডা শ্রীনগর-কার্গিলে

শ্রীনগর, ২৩ নভেম্বর (হি.স.): আগের দিনের তুলনায় বৃহস্পতিবার কাশ্মীরে সামান্য বাড়ল তাপমাত্রার পারদ, তবুও অধিকাংশ স্থানেই হিমাঙ্কের নীচে রয়েছে তাপমাত্রার পারদ। জমজমাট শীতে ঠান্ডায় কাঁপছে শ্রীনগর থেকে কার্গিল। এদিনও কুয়াশার কারণে সকালের দিকে সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষকে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৮ নভেম্বর পর্যন্ত এমনই থাকবে আবহাওয়া।

জম্মু ও কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ০.৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতরের অধিকর্তা ডঃ মুখতার আহমেদ বলেছেন, ২৪-২৬ নভেম্বর পর্যন্ত আবহাওয়া আংশিক থেকে সাধারণভাবে মেঘলা থাকবে, এই সময়ে শুষ্ক আবহাওয়াই প্রত্যাশিত। ২৭-২৮ নভেম্বর আবহাওয়া সাধারণত মেঘলা থাকবে এবং ২৯-৩০ নভেম্বর সমতলে বৃষ্টি ও পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।