কলকাতা, ২৩ নভেম্বর(হি.স.): কর্মসংস্থান নিয়ে বিরোধীদের তীব্র আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত সভায় সরব হলেন তিনি। বলেন, রাজনৈতিক ভাবে সিপিএমের কান মুলে দেওয়া উচিত।
তাঁর অভিযোগ, কেন্দ্র প্রাপ্য টাকা আটকে রাখা সত্ত্বেও, রাজ্যে উন্নয়ন এবং কর্মসংস্থান আটকে যায়নি। বরং গত কয়েক বছরে বাংলায় যে পরিমাণ কর্মসংস্থান হয়েছে, তা অন্যত্র হয়নি বলে এদিন দাবি করেন মুখ্যমন্ত্রী।
নেতাজি ইন্ডোরে মমতা বলেন, “যাঁরা বলেন শিল্প সম্মেলনে কিছুই হয় না…বলে রাখি, ছ’টা শিল্প সম্মেলন থেকে ১৫ লক্ষ কোটির মতো প্রকল্প এসেছে। এর মধ্যে ১০ লক্ষ কোটি খরচ হয়ে গিয়েছে ইতিমধ্যেই। বাকি প্রক্রিয়াগত ভাবে আটকে রয়েছে। একটু জেনে কথা বলুন। কাল সপ্তম শিল্প সম্মেলন হয়েছে। অভাবনীয় সাফল্য পেয়েছি। ৩ লক্ষ ৭৬ হাজার ২৮৮ কোটির বেশি বিনিয়োগ প্রস্তাব এসেছে।”
জিএসডিপি এবং রাজস্বও অভাবনীয় হারে বেড়েছে বলে দাবি করেন মমতা। তিনি জানান, রাজ্যের জিএসডিপি চার গুণ বেড়েছে। চার গুণ বেড়েছে রাজস্বও। কেন্দ্র টাকা না দেওয়া সত্ত্বেও বেড়েছে। বাজেট বরাদ্দ বেড়েছে ৩.৮ শতাংশ। বাজেট বাবদ খরচ ৯ গুণ বেড়েছে। বিনিয়োগ থেকে বাংলায় ১ কোটি লোকের কর্মসংস্থান হয়েছে বলেও জানান মমতা।
কর্মসংস্থানে ছোট-মাঝারি-ক্ষুদ্রশিল্পকে (এমএসএমই) এগিয়ে রাখেন মমতা। জানান, শুধুমাত্র এই ক্ষেত্র থেকেই ১ কোটি ৩৬ লক্ষ কর্মসংস্থান হয়েছে। বিরোধীরা যে মিথ্যে রটিয়ে বেড়ায়, তার মোকাবিলা করতে মুখ্যসচিবকে শ্বেতপত্র তৈরির কথাও জানান তিনি। মমতা জানান, রাজ্যে ছোট-মাঝারি-ক্ষুদ্রশিল্পের ৯০০ ইউনিট রয়েছে। নতুন ক্লাস্টার তৈরি হয়েছে ৬০২টি।
এর পরই সিপিএম-কে তীব্র আক্রমণ করেন মমতা। বলেন, “সিপিএম-এর কথা বলা মানায়? ৩৪ বছরে ৪৮টি ক্লাস্টার করেছিল ওরা। ১১ বছরে আমরা ৬০২ করেছি। রাজনৈতিক ভাবে ওদের কান মুলে দেওয়া উচিত। মিথ্যে কথা বলার একটা সীমা থাকে।”

