শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় মহিলার মৃত্যু, চারজন আহত

শিলিগুড়ি, ২২ নভেম্বর (হি.স.) : পথ দুর্ঘটনায় এক মহিলার মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি বিভাগের খড়িবাড়ি পিডব্লুডি মোড় সংলগ্ন জাতীয় সড়ক- ৩২৭-এ। মৃত মহিলার নাম লতিকা রাই দাস (২৭), উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে লতিকা রাই ও তার স্বামী অমরেশ দাস রাস্তা পার হচ্ছিলেন। সেই সময়ে পিডব্লিউডি মোড়ে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে দম্পতিকে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় ওই মহিলার স্বামীসহ তিন যুবক গুরুতর আহত হয়েছেন। স্থানীয় লোকজন আহতদের খড়িবাড়ি হাসপাতালে নিয়ে যায়। যেখান থেকে আহতদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে। খবর পেয়ে রাতেই খড়িবাড়ী থানা পুলিশ ও খড়িবাড়ী ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। খড়িবাড়ি থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।