নেপালের বীরগঞ্জে হেরোইনসহ আটক ভারতীয় যুবক

পূর্ব চম্পারন, ২২ নভেম্বর (হি.স.) : বিহারের জেলা সংলগ্ন নেপালের বীরগঞ্জ থেকে ১০ গ্রাম হেরোইনসহ এক ভারতীয় যুবককে আটক করেছে পুলিশ। ধৃত যুবকের নাম ইয়াদোলাল কুমার (২৫), সে পূর্ব চম্পারণের বিহারের বাসিন্দা ৷

নেপালের পারসা জেলার এসপি কোমল বিক্রম শাহ জানান, সন্দেহের ভিত্তিতে ওই যুবককে তল্লাশি চালিয়ে তার কাছে থেকে হেরোইন উদ্ধার করা হয়। ওই হেরোইনটি তার প্যান্টের গোপন পকেটে লুকিয়ে রেখেছিলেন। মোট ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এসপি শাহ বলেন, নেপাল পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে।