জয়পুর, ২২ নভেম্বর (হি.স.) : কংগ্রেস ক্ষমতায় থাকলে রাজস্থানে জাতিগত জনগণনা করা হবে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। রাজস্থানের ধলপুর জেলায় বুধবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী একটি জন সভায় ভাষণে একথা বলেন। রাহুল গান্ধী অগ্নিপথ প্রকল্প প্রবর্তনের তীব্র নিন্দা করে এদিন আরও বলেন, এই প্রকল্প লক্ষ লক্ষ তরুণের স্বপ্নকে চুরমার করে দিয়েছে যারা দেশকে রক্ষা করতে চেয়েছিল।
বুধবার রাজস্থানের ধলপুর জেলায় নির্বাচনী ভাষণ দেওয়ার সময় কংগ্রেস নেতা আরও বলেন, “রাজস্থানে ক্ষমতা ধরে রাখার পরে কংগ্রেস প্রথম যে কাজটি করবে এখানে করবে তা হল জাতিগত জনগণনা করা। কেন্দ্রে কংগ্রেস ক্ষমতায় আসার পর এটি জাতীয় স্তরেও পরিচালিত হবে।”

