নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ নভেম্বর : বুধবার বিশালগড় রাস্তার মাথা ২ নং গেইট এলাকায় বাইক ও মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন ৩ জন। আহতরা হলেন ফুলন্তি শবর, লিটন শবর, সাগর শবর।
ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে ঘাতক মারুতি গাড়ি চালক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রেফার করা হয় আগরতলা জিবি হাসপাতালে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতি ও নেশাগ্রস্ত অবস্থায় বাইক চালানোর জন্যই এই দুর্ঘটনাটি ঘটেছে।
ঘটনার বিবরণে প্রকাশ, মারুতি গাড়িটি আগরতলার দিকে আসছিল। তখন বেপরোয়া গতিতে এবং বাইকটি নিয়ে নিজের বাড়ির দিকে রওয়ানা হয়েছিল আহতরা। তারা মদমত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। তাতেই ঘটে দুর্ঘটনা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায়।