কৈলাসহর, ২১ নভেম্বর : বাজার শেডে গুদাম করে ফুটপাথ দখল নিয়ে দোকান খুলে বসেছেন ব্যবসায়ীরা। কৈলাসহরে পানিচকি এলাকায় ওই ফুটপাথ দখল মুক্ত করার জন্য পুর পরিষদ আজ মঙ্গলবার উচ্ছেদ অভিযান করেছে। তাতে, ব্যবসায়ীরা ভীষণ ক্ষেপেছেন এবং বিকেল থেকেই অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তাঁদের বক্তব্য, বিনা নোটিশে উচ্ছেদ বরদাস্ত করা হবে না।
প্রসঙ্গত, কৈলাসহর মহকুমায় পানিচকি বাজার শেডে ১০০টি দোকানের ব্যবস্থা রয়েছে। এছাড়াও বাজারের পাশেই আরও ৭০ দোকানের ব্যবস্থা রয়েছে। কিন্তু মজার বিষয় হল, ব্যবসায়ীরা বাজার শেডে নিজেদের বরাদ্দ স্থানে গুদাম করে রেখেছেন এবং ফুটপাথ দখল নিয়ে দোকান খুলেছেন। শুধু তাই নয়, বাজারের পাশেই ৭০টি দোকানের ব্যবস্থা যেখানে সেই জায়গাটি আড়ৎ-র জন্য ব্যাবহার করা হচ্ছে। ইতিপূর্বে, একাধিকবার পুর পরিষদ ও মহকুমা প্রশাসন বাজারে উচ্ছেদ অভিযান করেছে। কিন্তু, ব্যবসায়ীরা পুণরায় ফুটপাথ দখল নিয়ে দোকান খুলে ফেলেন।
আজ সকালে পুর পরিষদ এবং মহকুমা প্রশাসন যৌথভাবে পানিচকি বাজারে উচ্ছেদ অভিযানে নেমেছিল। ওই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন কৈলাসহরের অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জামাতিয়া। এছাড়া ছিলেন কৈলাসহর পুর পরিষদের সুপার ভাইজার মনীশ দাস, কৈলাশহর মহকুমা শাসক কার্যালয়ের ডিসিএম মতিরঞ্জন দেববর্মা, কৈলাসহর পুর পরিষদের ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস সহ কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী।
আজকের এই অভিযানে ১৩০টি দোকান উচ্ছেদ করে ফুটপাথ দখলমুক্ত করা সম্ভব হয়েছে। কিন্তু, ব্যবসায়ীরা তাতে ভীষণ ক্ষেপেছেন এবং অনির্দিষ্টকালের জন্য বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পুর পরিষদের পক্ষ সাফ জানানো হয়েছে, বাজার শেডে বরাদ্দ স্থানে ব্যবসায়ীরা ফিরে যাওয়ার পর অবশিষ্ট দোকানীদের স্থান দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তার বদলে, পুণরায় ফুটপাথ দখল করা হলে এমনই উচ্ছেদ অভিযান আবারও হবে।