আগরতলা, ২১ নভেম্বর: নিজ বাড়িতে এক মহিলার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। কৈলাশহর বিদ্যানগর ১৭ নং ওয়ার্ড এলাকায় ওই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।
ঘটনার বিবরণে জানা গেছে, কৈলাশহর বিদ্যানগর ১৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অমল কুমার সিনহা। তিনি পুলিশ ডিপার্টমেন্ট চাকরি করতেন। তিনি বিগত কয়েক বছর পূর্বে চাকরি থেকে অবসর পেয়েছিলেন। তাঁরা স্বামী-স্ত্রী একাই ঘরে থাকতেন। স্ত্রী সঙ্গীতা সিনহা প্রায় সময়ই কোন কিছু নিয়ে তাঁর সন্তানদের সাথে এবং স্বামীর সাথে যে কোন কিছু নিয়ে বাকবিতান্ডায় জড়িয়ে পড়তেন এবং সঙ্গীতা সিনহা রাগান্বিত মহিলা ছিলেন। তাঁরা সন্তানরা বেঙ্গালুরুতে আছে বলে জানায় সঙ্গীতা সিনহার স্বামী অমল কুমার সিনহা।
জানা যায় আজ সকাল বেলা সংগীতা সিনহা অকারণেই তাঁর স্বামী অমল কুমার সিহনার সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন এরপর প্রতিদিনের মতো আজও অমল কুমার সিনহা প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়েন এরপর তিনি বাড়ি ফিরে এসে দেখতে পান যে উনার ঘরের দরজা বন্ধ উনার স্ত্রীকে অনেকবার ডাকাডাকি করার পরও দরজা না খুলায় তাঁর চিৎকার চেঁচামেচি শুনে নিকট আত্মীয়রা ঘটনাস্থলে এসে ভিড় জমায়। এরপর তাঁরা দরজা ভেঙ্গে ঘরের ভেতরে প্রবেশ করে দেখতে পায় যে সঙ্গীতা সিনহা একটি কাপড়ের টুকরো দিয়ে ঘরের সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলে রয়েছেন। তারপর খবর পাঠানো হয়েছে কৈলাশহর মহিলা থানায়। ঘটনাস্থলে ছুটে যায় কৈলাশহর মহিলা থানার পুলিশ গিয়ে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পাশাপাশি সঙ্গীতা সিনহার মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্ত করার পর তার মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে বলে হাসপাতাল সূত্রে।