যান দুর্ঘটনায় গুরুতর আহত এক ব্যক্তি

আগরতলা, ২১ নভেম্বর : যান দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছে এক ব্যক্তি। আজ সকালে ধর্মনগর বাগবাস মূল সড়কে কামেশ্বর এলাকার স্থানীয় মানুষ দমকলবাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকলবাহিনী আহত ব্যক্তিকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়েছে। বর্তমানে ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীনে আছেন।

জনৈক ব্যক্তি জানিয়েছেন, আজ সকালে সব্জি বোঝাই একটি লরি শিলং-থেকে ধর্মনগরের দিকে আসছিল। তখন ধর্মনগর বাগবাস মূল সড়কে অন্য একটি লরিকে সজোরে ধাক্কা মারে। সব্জি বোঝাই করা লরির চালক আহমেদ আলী গুরুতর আহত হয়েছে। সাথে সাথে স্থানীয় লোকজন দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন।