১২ মিলিয়ন হিন্দুকে বিতাড়িত করা হয়েছিল বাংলাদেশ থেকে, তোপ তথাগতর

কলকাতা, ২১ নভেম্বর (হি.স.):বাংলাদেশ থেকে ১২ মিলিয়ন হিন্দুকে বিতাড়িত করা হয়েছিল । এক্স হ্যাণ্ডেলে বাংলাদেশের এক মহিলার নেতিবাচক মন্তব্যের জেরে তোপ দাগলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তথাগতবাবু মঙ্গলবার এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “আমি সারাক্ষণ বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখি। কারণ ওটা সঠিকভাবে ব্রাহ্মণবাড়িয়া, বলা যায় আমার বাপ-দাদার ভূমি। বাংলাদেশের ভূমি থেকে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার লজ্জাজনক ইতিহাসকে আপনি জোর করে চেপে দেওয়ার চেষ্টা করছেন।

একজন বাংলাদেশি আমাকে বলছে খোলা ল্যাট্রিন। এই মনোভাব একটি অনেক বড় দেশ দ্বারা বেষ্টিত একটি ছোট দেশের হীনমন্যতা এবং ইসলামের অন্তর্নিহিত অসহিষ্ণুতার পরিচায়ক। এই মনোভাব হিন্দু ভারতের বিরুদ্ধে নিজেকে প্রকাশ করছে। ধর্মের সাথে এর ১০০০ শতাংশ সম্পর্ক রয়েছে। ১২ মিলিয়ন হিন্দুকে বিতাড়িত করা হয়েছিল এই ভূমির জনসমুদ্র থেকে যাকে এখন বাংলাদেশ বলা হয়।

সত্যই, ভারতীয় জনসংখ্যার সিংহভাগ, কিছু ভারতীয় বাঙালি বাদে, বাংলাদেশী প্রতিক্রিয়া নিয়ে চিন্তিত নয়। বাংলাদেশের অস্তিত্ব সম্পর্কে অনেকেই জানেন না। ব্যতিক্রম হতে পারে তামিলরা, যাঁরা দেখেন বাংলাদেশী রোগীরা চিকিৎসার জন্য চেন্নাই এবং ভেলোরে ভিড় করছেন।

বাংলাদেশি তিন ধরনের। একটি ছোট গোষ্ঠী প্রথমে বাঙালী এবং তদ্ব্যতীত, মানুষ। একটি বৃহত্তর গোষ্ঠী প্রথম ও শেষ মুসলমান, যাঁদের অনেকেই পাকিস্তানপন্থী। তৃতীয়, বেশিরভাগই তাঁদের নিজেদের ব্যবসায় মন দেয়, কিন্তু আনন্দের সাথে হিন্দুদের লুণ্ঠন ও গণধর্ষণে অংশ নেয়।

বাংলাদেশের পড়ুয়ারা ৬ বছর বয়স থেকে ‘সবচেয়ে ধর্মনিরপেক্ষ’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়নি। তাদের গঠনমূলক বছরগুলো কেটেছে মাদ্রাসায় এবং তাদের বিশ্বদর্শন তৈরি হয়েছে উগ্র ইসলামের সেই নরক গহ্বরে।”

নিজেকে বিদেশনীতি ও ইতিহাস সম্পর্কে উৎসাহী পরিচয় দিয়ে সাবিনা আহমেদ এক্স হ্যাণ্ডেলে তথাগতবাবুকে লিখেছেন, “আমার মনে হয় আপনি সারাক্ষণ বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখেন। আপনি একটি হেরে গেছেন। আপনার দেশ উন্মুক্ত ল্যাট্রিন। বেশিরভাগ বাংলাদেশিই এ সম্পর্কে চিন্তা করেন না।” এর জেরেই তথাগতবাবুর ওপরের প্রতিক্রিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *