আগরতলা, ২০ নভেম্বর: আবারও জিবি হাসপাতালে ডায়ালাইসিস বিভাগের পরিষেবা নিয়ে অভিযোগ উঠেছে। বিগত একমাস ধরে জিবি হাসপাতালের ডায়ালাইসিস বিভাগে বিনামূল্যে ঔষধ পরিষেবা বন্ধ হয়ে রয়েছে বলে অভিযোগ রোগীর পরিজনদের।
জনৈক রোগীর পরিজন বলেন, ইতিপূর্বে জিবি হাসপাতালে ডায়ালাইসিসের সময় হেপারিন ইঞ্জেকশন সরকারি ভাবে প্রদান করা হতো। কিন্তু গত একমাস ধরে বিনামূল্যে ওই ইঞ্জেকশন প্রদান বন্ধ হয়ে পড়েছে বলে অভিযোগ। তাতে বেকায়দায় পরেছেন রোগীর পরিজনেরা। কারণ, বাজারে ওই ঔষধ ৩৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে। তাতে রোগী পরিবারের লোকজনদের চিকিৎসা করতে গিয়ে নাজেহালের শিকার হচ্ছেন।
রোগীর পরিজনদের আরও অভিযোগ, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হলে তাঁরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে না।