নয়াদিল্লি, ২০ নভেম্বর (হি.স.) : পাঁচটি নির্বাচনী রাজ্যে ১,৭৬০ কোটি টাকারও বেশি মূল্যের মাদক, নগদ, মদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে। পাঁচটি নির্বাচনী রাজ্যে ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে ১,৭৬০ কোটি টাকারও বেশি মূল্যের ওষুধ, নগদ, মদ এবং মূল্যবান ধাতু মজুত করা হয়েছিল। যেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সোমবার নির্বাচন কমিশন জানিয়েছে। বিনামূল্যে এই জিনিষপত্রগুলি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলে অভিযোগ।
কমিশন জানিয়েছে, আগের বিধানসভা নির্বাচনে অর্থাৎ ২০১৮ সালের ৮ অক্টোবর এই রাজ্যগুলিতে যেসব জিনিষপত্র বাজেয়াপ্ত হয়েছিল এবারে তার পরিমাণ সাত গুণের (২৩৯.১৫ কোটি টাকা) বেশি। ইতিমধ্যে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং মিজোরামে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হলেও রাজস্থান এবং তেলেঙ্গানায় যথাক্রমে ২৫ এবং ৩০ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।