হায়দরাবাদ, ২০ নভেম্বর (হি.স.) : তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচনের প্রচার এখন তুঙ্গে। জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি, কংগ্রেস-সহ প্রতিটি রাজনৈতিক দলই। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় মন্ত্রী ও তেলেঙ্গানা বিজেপির সভাপতি জি কিশান রেড্ডি জোর দিয়ে বললেন, তেলেঙ্গানায় প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পাচ্ছে বিজেপি।
সোমবার হায়দরাবাদে এক সাংবাদিক সম্মেলনে জি কিশান রেড্ডি বলেছেন, বিআরএস দলের বিরুদ্ধে মানুষের নীরব বিপ্লব চলছে। মানুষ পরিবর্তন চাইছেন, জনগণ কেসিআর-এর বিদায় চাইছে। কংগ্রেস অথবা বিআরএস-কে পরিবারের সমর্থন সত্ত্বেও, বহু যুবক বিজেপিকে সমর্থন করছেন। কংগ্রেস যে গ্যারান্টি দিয়েছে তা শুধুমাত্র ভোটের জন্য এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য।” জি কিশান রেড্ডি আরও বলেছেন, “আমরা হাইকোর্টের আদেশ কার্যকর করব এবং রাজ্যে ধর্ম ভিত্তিক সংরক্ষণ অপসারণ করব।””