নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২০ নভেম্বর : বিলোনিয়া সফরে আসেন ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ। এদিন সফরে আসার পর ত্রিপুরায় নিযুক্ত বাংলাদেশ সহকারী হাইকমিশনাকে বিলোনিয়া পৌরপরিষদের কাউন্সিলর অনুপম চক্রবর্তী ও বাবুল ভৌমিক সহ অন্যান্যরা পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানিয়েছেন। এরপর সহকারী হাইকমিশনার মহুরিঘাট আন্তঃশুল্ক বানিজ্যকেন্দ্র পরিদর্শন করেছেন।
পরিদর্শন শেষে বিলোনিয়া কাস্টমস আধিকারিক এর কক্ষে সাক্ষাৎ করে আলাপ আলোচনা করেন সহকারী হাইকমিশনার কিছু সময়ের জন্য। বিলোনিয়া কাস্টমস অফিস থেকে বেরিয়ে সোজা তিনি চলে গেছেন বাংলাদেশের কাস্টমস অফিসে। সেখানেও তিনি বাংলাদেশ ল্যান্ড পোর্ট আধিকারিকদের সাথে কথা বলে আবারো মহুরী ঘাট আন্ত:বাণিজ্য কেন্দ্র দিয়ে বিলোনিয়াতে যান।