আগরতলা, ১৮ নভেম্বর: কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের বিভিন্ন সুযোগসুবিধা সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছানো পুর নিগমের একমাত্র উদ্দেশ্য। আজ পুর নিগমের উদ্যোগে আয়োজিত বিকাশ সভা অনুষ্ঠানে একথা বলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।
এদিন মেয়র দীপক মজুমদার বলেন, মূলত সরকারের বিকশিত ভারত সংকল্প যাত্রা ও প্রতি ঘর সুশাসন ২.০ প্রকল্প নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিকাশ বৈঠক।
তিনি আরও বলেন, বিকশিত ভারত সংকল্প যাত্রা ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। পাশাপাশি প্রতি ঘর সুশাসন ২.০ কর্মসূচি চলবে নভেম্বর মাস থেকে জানুয়ারী মাস পর্যন্ত। আজকে এই দুই বিষয়ে এই বৈঠকে আলোচনা হয়েছে।
তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা কিভাবে মানুষের কাছে পৌঁছে দেয়া যায় সেই সব বিষয় নিয়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে পাশাপাশি পুর নিগমের সদস্যরা এই বৈঠকে অনুষ্ঠিত হয়েছে।