শ্রীনগর, ১৮ নভেম্বর (হি.স.): ধীরে ধীরে ঠান্ডা জাঁকিয়ে বসছে কাশ্মীরে, শীত বাড়ছে জম্মুতেও। তবে আপাতত বড় ধরনের তাপমাত্রা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই কাশ্মীরে। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মূলত শুষ্ক থাকবে কাশ্মীরের আবহাওয়া। ১৯ তারিখ নাগাদ মেঘলা থাকতে পারে আকাশ।
কাশ্মীরের আবহাওয়া দফতর জানিয়েছে, কাশ্মীর উপত্যকার নানা প্রান্তে ইতিমধ্যেই হিমাঙ্কের নীচে নেমেছে তাপমাত্রা, পহেলগাম, গুলমার্গ প্রভৃতি এলাকায় এখন জাঁকিয়ে ঠান্ডা। লাদাখেও কাঁপুনি ধরানো ঠান্ডা অনুভূত হচ্ছে। কুয়াশা থাকায় সকালে ও রাতের দিকে ধোঁয়াশার চাদরে ঢাকা পড়ছে কাশ্মীর উপত্যকা।