নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১৮ নভেম্বর : কৈলাসহর সাইফোন রোড এলাকায় বাইক ও বাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন বাইসাইকেল আরোহী। বর্তমানে সে জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
প্রাপ্ত সংবাদে জানা যায়, ফুলবাড়িকান্দি এলাকার বাসিন্দা মুক্তাদীর আলী(৫০) নামে এক ব্যক্তি উনার বাইসাইকেল নিয়ে কৈলাশহর থেকে উনার নিজ বাড়ি অর্থাৎ ফুলবাড়ি কান্দি এলাকায় যাচ্ছিলেন। কৈলাসহর সাইফন রোড এলাকায় যেতেই ঘটে বিপত্তি। বিপরীত দিক থেকে একটি দ্রুত গতিতে বাইক এসে উনার বাইসাইকেলের মধ্যে সজোরে ধাক্কা দেয়। যার ফলে উনি মাটিতে ছিটকে পড়ে গিয়ে গুরুতরভাবে আহত হয়েছেন। যদিও ঘটনাস্থল থেকে সেই বাইক চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে ।
স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে ভিড় জমায়। খবর পাঠানো হয় কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরে। কৈলাসহর অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে গুরুতরভাবে আহত সেই বাইসাইকেল আরোহীকে উদ্ধার করে চিকিৎসার জন্য কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেছে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় কৈলাশহর ঊনকোটি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।