নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ নভেম্বর:
ঘূর্নিঝড় “মিধিলির” জেরে রাজ্যেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষকরা। কৃষকদের পাকা ধান নষ্ট হয়েছে। সবজি চাষীদের মাথায় হাত। তবে ইতিমধ্যেই ঝড়ের প্রকোপ কমে গেছে।
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উৎপন্ন ঘূর্নিঝড় “মিধিলি” আজ ভোরে বাংলাদেশে আছড়ে পড়েছে। তাই ত্রিপুরায় আজকের জন্য জারি করা হলুদ সর্তকতা প্রত্যাহার করেছে আবহাওয়া দফতর। আজ মৌসম বিভাগ অনুযায়ী, ঘূর্নিঝড় “মিধিলি” আজ ভোরে ত্রিপুরার প্রধান অংশের উপর দিয়ে চলে গেছে। তবে, ঘূর্নিঝড়ের কিছুটা প্রভাব উত্তর ত্রিপুরা জেলার নিম্মচাপ এলাকার আশেপাশে রয়ে গিয়েছে। আজকের জন্য জারি করা হলুদ সর্তকতা প্রত্যাহার করেছে আবহাওয়া দফতর। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কৃষক সহ সাধারণ মানুষ। যদিও কৃষকদের পাশে দাড়ানোর আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে ক্ষতিগ্রস্থ কৃষকদের সমস্ত রকমের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন