নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৮ নভেম্বর:
বেশ জাকজমকপূর্ণভাবে উত্তর ত্রিপুরা জেলায় শনিবার ধর্মনগর মহকুমার যুবরাজনগর ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হয়েছে। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক যাদব লাল দেবনাথ, উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস, যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীপদ দাস, এলাকার বিশিষ্ট সমাজসেবী মলিনা দেবনাথ সহ অন্যান্যরা।
জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস বলেছেন, ভারত যুব সমাজের উপর নির্ভর করে এগিয়ে চলেছে। ভারতবর্ষে ৭০ শতাংশ যুবসমাজ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যেভাবে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে চলেছেন তাতে সারা পৃথিবী এখন তাকিয়ে রয়েছে ভারতবর্ষের দিকে। আজকের যে ব্লক ভিত্তিক যুব উৎসবের উদ্বোধন হলো এই উৎসবের মাধ্যমে এলাকার যুবকরা তাদের প্রতিভার জানান দেবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি। যুবকরা যাতে সবধরনের সুবিধার মাধ্যমে নিজেদের প্রতিভার জানান দিতে পারে তার জন্য রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এদিনের এই যুব উৎসবে যুবকদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

