ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৭ নভেম্বর।। এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের খেতাব পেলো ত্রিপুরার তুইজিলাং দেববর্মা। অনূর্ধ্ব ১৬ বয়স ভিত্তিক বিভাগে ডাবলসে তুইজিলাং, নিশীথ আরিমিল্লির সঙ্গে জুটি বেঁধে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। আগরতলায় আয়োজিত এশিয়ান টেনিস চ্যাম্পিয়নশিপের ফাইনাল লড়াইয়ে তুইজিলাং দেববর্মা ও নিশীথ জুটি শীর্ষবাছাই মোহম্মদ আদিল ও রৌনক কাশ্যপ জুটিকে ৬-৪ ও ৬-০ সরাসরি সেটে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি জিতে নিয়েছে। মেয়েদের বিভাগে ডাবলসে শীর্ষ বাছাই আকাঙ্ক্ষা ঘোষ ও আকৃতি সোনকুসারে ৬-০ ও ৬-২ সেটে অর্নবী দেবনাথ ও নিকিতা কনাদ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন শিরোপা পেয়েছে। বালকদের সিঙ্গেলসে ফাইনাল ম্যাচটি মূলতঃ তুইজিলাং দেববর্মা এবং মোঃ আদিলের খেলাটি দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ অনুষ্ঠিত হয়নি। প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ, ত্রিপুরা পুলিশের এসপি কিরণ কুমার কে ত্রিপুরা টেনিস এসোসিয়েশনের সভাপতি বিধান রায়, সহ-সভাপতি প্রণব চৌধুরী, তড়িৎ রায়, সচিব সুজিত রায়, জয়েন্ট সেক্রেটারি অরূপ রতন সাহা প্রমূখ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। সচিব সুজিত রায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
2023-11-17