“মিধিলি”-র প্রভাব : ব্যাঘাত ঘটেছে বিমান পরিষেবায়, সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা শাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ

আগরতলা, ১৭ নভেম্বর: ঘূর্ণিঝড় “মিধিলি”-র প্রভাবে আজ ত্রিপুরায় বিমান পরিষেবা মারাত্মক ভাবে প্রভাবিত হয়েছে। ৫টি বিমান বাতিল এবং ৪টি বিমান আগরতলার আকাশে ঘুরপাক খেয়ে অবতরণ করতে না পেরে ফিরে গেছে। এদিকে সমস্ত জেলা শাসকদের পরিস্থিতি মোকাবিলায় সব ধরণের প্রস্তুতি নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে উৎপন্ন ঘূর্ণিঝড় “মিধিলি”-র প্রভাবে ত্রিপুরায় আজ ১৭ নভেম্বর দক্ষিণ, গোমতী, সিপাহীজলা এবং ধলাই জেলায় লাল সতর্কতা ও পশ্চিম, খোয়াই, উত্তর ও ঊনকোটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল ৮ জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

তাই আজ শুক্রবার রাজস্ব দপ্তর থেকে ৮ জেলার জেলা শাসকদের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়া মোকাবিলায় সমস্ত প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এক্ষেত্রে এনডিআরএফ, এসডিআরএফ, টিএসআর, দমকলবাহিনী, প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক এবং কুইক রেসপন্স টিম-কে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়াও প্রতিনিয়ত নদীর জলপ্রবাহের গতিপ্রকৃতির দিকে নজর রাখতে ও বন্যা নিয়ন্ত্রণে দ্রুত পাম্প চালু করার প্রস্তুতি নিয়ে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে আজ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বিমান পরিষেবা মারাত্মক ভাবে ব্যাঘাত ঘটেছে। প্রচন্ড গতিতে বাতাসের জেরে ৪টি বিমান আগরতলার আকাশে দীর্ঘক্ষণ ঘুরপাক খেয়ে অবতরণ করতে না পেরে কলকাতা ফিরে গেছে। অন্যদিকে, আরও ৫টি বিমান বাতিল হয়েছে। স্বাভাবিকভাবেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিমান যাত্রীরা ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *