দাতিয়া, ১৭ নভেম্বর (হি.স.): মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তথা দাতিয়া আসনের বিজেপি প্রার্থী নরোত্তম মিশ্র। শুক্রবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষনের মধ্যেই দাতিয়ার একটি পোলিং বুথে ভোট দেন নরোত্তম মিশ্র।
কংগ্রেসের তীব্র সমালোচনা করে নারোত্তম মিশ্র বলেছেন, “৩৫ বছরে কংগ্রেস প্রার্থীরা কিছুই করেনি। দিগ্বিজয় সিং, কমলনাথ এবং প্রিয়াঙ্কা গান্ধী কেউই কোনও জনসভায় দাতিয়ার উন্নয়নের কথা বলেননি। এমনকি কংগ্রেসের প্রার্থীও উন্নয়নের কথা বলেননি…আমাদের সকল বক্তাই উন্নয়নের কথা বলেছেন…আমি জনগণকে বিজেপির বোতাম টিপতে অনুরোধ করতে চাই।”