(আপডেট) নতুন দিল্লি-দারভাঙ্গা এক্সপ্রেসে আগুনে ক্ষতিগ্রস্ত তিনটি বগি, আহত ৮ জন যাত্রী

এটাহ, ১৬ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের এটাহ জেলায় ভয়াবহ আগুন লাগল নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনে। বুধবার সন্ধ্যায় এটাহ জেলার সরাই ভোপাট রেল স্টেশনের কাছে নতুন দিল্লি-দারভাঙা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনের স্লিপার কামরায় আগুন লাগে। ট্রেনের এস-৬ কামরায় আগুন লাগে বলে জানা গিয়েছে, দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। রাতের অন্ধকারে আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ পুড়ে গিয়েছে বগিটি। মোট তিনটি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

রেল সূত্রের খবর, বুধবার সন্ধ্যা ৫.৩০ মিনিট নাগাদ এস-৬ বগিতে ধোঁয়া দেখে স্টেশন মাস্টার ট্রেন থামান। সমস্ত যাত্রীকে নিরাপদে বের করে আনা হয়, তবে ৮ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে ট্রেনের পুড়ে যাওয়া বগিগুলি ইঞ্জিনের সাহায্যে স্টেশন থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বৈশালী সুপারফাস্ট এক্সপ্রেসের স্লিপার কোচে আগুন লাগার ঘটনায় এসপি (গ্রামীণ) সত্যপাল সিং বলেছেন, “এস-৬ কোচে আগুন লেগেছে। উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয়। কোনও প্রাণহানি হয়নি। কেউ আহত হয়নি। ট্রেনটি ৩০-৩৫ মিনিটের জন্য দাঁড়িয়েছিল।”