আগরতলা, ১৬ নভেম্বর : মহাকাশ বিজ্ঞান এবং মহাকাশ গবেষণার অগ্রগতিকে সারা দেশের ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরার জন্য ভারতের মহাকাশ গবেষণা সংস্থা “ইসরো” কয়েকটি ভ্রাম্যমান প্রদর্শনী বাস তৈরি করেছে। এই বাসগুলোর নাম “স্পেস অন হুইলস”। ইসরোর সাথে বিজ্ঞান ভারতী হাত মিলিয়েছে এই বাসগুলোকে চালানোর জন্য। এই ধরনের একটি বাস আজ থেকে ১৬ ডিসেম্বর ২০২৩ ইং পর্যন্ত ত্রিপুরার তেইশটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যাবে। এর ফলে ধর্মনগর থেকে সাব্রুম পর্যন্ত ছাত্র-ছাত্রীরা কাছ থেকে ভারতের মহাকাশ গবেষণা সম্পর্কে জানতে পারবে; দেখার সুযোগ পাবে বিভিন্ন রকেট এবং উপগ্রহের মডেল। গোটা অনুষ্ঠানটির নাম রাখা হয়েছে “অন্তরীক্ষ অনুসন্ধান যাত্রা”।
“অন্তরীক্ষ অনুসন্ধান যাত্রা”-র শুভ উদ্বোধন আজ সকাল সাড়ে ১১ টায় আগরতলা শিশুবিহার স্কুলের প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। তার আগে সারা ত্রিপুরা থেকে শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ভ্রাম্যমান প্রদর্শনীর পাশাপাশি আলোজন করা হয় ক্যুইজ, মহাকাশ নিয়ে বিজ্ঞানভিত্তিক আলোচনা, স্লাইড শো ইত্যাদি। আশা করা যায় অন্তরীক্ষ অভিযান যাত্রার ফলে ত্রিপুরার বহু ছাত্র-ছাত্রী আগামী দিনে মহাকাশ গবেষণায অনুপ্রানিত হবে। স্টেট অন হুইলস এর রাজ্য সমন্বয়কারী অয়ন সাহা এসংবাদ জানিয়েছেন।