বিশ্বরেকর্ডে সমৃদ্ধ ওয়াংখেড়ে, বিরাট মঞ্চে মাতালেন শামি, ফাইনালে ভারত

ক্রীড়া প্রতিনিধি, ১৫ নভেম্বর।। রেকর্ডের পর রেকর্ড। সমৃদ্ধ ওয়াংখেড়ে স্টেডিয়াম। ম্যাচটাও হয়েছে সেমিফাইনাল-এর মতোই। বিরাট কোহলির হাফ সেঞ্চুরি তম সেঞ্চুরির ম্যাচে একাই ৭ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড গড়লেন মহম্মদ শামি। যার ফলস্বরূপ ১২ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে উঠল ভারত। কোহলির পাশাপাশি শুবমান গিল-এর অপরাজিত ৮০ রান এবং শ্রেয়সদের ব্যাটে ভর করে নিউজিল্যান্ডকে ৩৯৮ রানের লক্ষ্যমাত্রা দেন রোহিত শর্মারা। ‌ তিন রানের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া অধিনায়ক রোহিতের।‌

জবাবে ব্যাট করতে নেমে ড্যারেল মিচেলের ১৩৪ রান যথেষ্ট অর্থবহ এবং নির্ভরযোগ্য ছিল। তবে, কিউইরা যখনই বড় রান করার চেষ্টা করেছে, তখনই উদ্ধারকর্তা হয়ে ম্যাচের সেরা হন শামি। ৩৯৮ রানের টার্গেটে উইলিয়ামসনরা ৩২৭ রানে অলআউট হন। ম্যাচ জেতার পর মুখ খুললেন মহম্মদ শামি। সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে মহম্মদ শামি নিয়েছেন ৭ উইকেট। ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন তিনিই।

ম্যাচ জেতার পর শামি বলেন, “যে ক্যাচটা মিস হয়েছে তা সঠিক সময়ে হয়নি। এমন সময় ক্যাচ মিস করা উচিত নয়।‌ তবে, রান বেশি ছিল, তাই আমরাই- ফিরে এসেছি। ফাইনালে উঠতে পেরে দারুণ আনন্দ লাগছে। এটি একটি স্বপ্ন ২০১৫ এবং ২০১৯ সালে। আমরা মাঝখানে আটকে গিয়েছিলাম। এবার সুযোগ হাতছাড়া করতে চাই না।” গুরুত্বপূর্ণ এবং রোমাঞ্চকর সেমিফাইনাল ম্যাচে ৭০ রানে হেরে বিদায় ব্ল্যাক ক্যাপস।

ভারতের কাছে ৭০ রানে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন বলেছেন, “প্রথমেই টিম ইন্ডিয়াকে অভিনন্দন। এই বিশ্বকাপে ভারত দুর্দান্ত খেলছে। ভারত-ই ফাইনালে খেলার যোগ্য। নকআউট পর্বে বাদ পড়াটা হতাশাজনক। কিন্তু ভারত তার সেরা খেলাটা খেলেছে আমাদের বিরুদ্ধে।” বলা বাহুল্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের দুর্দান্ত জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চমৎকার ব্যাটিং এবং দুর্দান্ত ভালো বোলিংয়ে ভারতীয় দল ম্যাচটি পকেটে পুড়ে নিয়েছে। ফাইনালের জন্য অল দ্যা বেস্ট লিখেছেন প্রধানমন্ত্রী মোদি। একাই সাত উইকেট নেওয়ায় আলাদাভাবে অভিনন্দন জানিয়েছেন মোহম্মদ শামিকে। এবার অপেক্ষা ১৯ নভেম্বর আমেদাবাদে ভারতের ফাইনাল ম্যাচ খেলার।