জিনপিংকে স্ত্রীর জন্মদিন মনে করালেন বাইডেন


সান ফ্রান্সিসকো, ১৬ নভেম্বর (হি.স.): আমেরিকা সফরে গিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংকে তাঁর স্ত্রীর জন্মদিনের কথা মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন । আমেরিকার সান ফ্রান্সিসকোয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা সংস্থা এপেকের শীর্ষ সম্মেলনের ফাঁকে জিনপিংয়ের সঙ্গে বাইডেনের দীর্ঘ চার ঘণ্টার বৈঠকের সময় কথাচ্ছলে বাইডেন জিনপিংকে তাঁর স্ত্রী পেং লিউয়ানের জন্মদিনের কথা মনে করিয়ে দেন । লিউয়ানকে জন্মদিনের আগাম শুভেচ্ছা জানিয়ে বাইডেন তাঁকে কার্ড কিনে দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন।

সদ্যই আমেরিকা সফরে গিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার সেখানেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছিলেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইজরায়েল-হামাস সংঘাত- বিশ্বজুড়ে রক্তপাতের আবহেই আলোচনায় বসেন দুই রাষ্ট্রপ্রধান। তাঁদের বৈঠকও খুব একটা ফলপ্রসূ হয়নি বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। তবে দুই দেশের মতবিরোধ, কূটনীতিক লড়াইকে ছাপিয়ে উঠে এসেছে সম্পূর্ণ অন্য এক সমীকরণ। আলোচনার শেষে আচমকাই জিনপিংয়ের স্ত্রীর কথা বলেন বাইডেন। চিনা প্রেসিডেন্টকে বলেন, “আপনার স্ত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। আমার তরফ থেকে এই শুভেচ্ছাবার্তা জানিয়ে দেবেন।” মার্কিন প্রেসিডেন্টের এই কথা শুনে জিনপিংয়ের চক্ষু চড়কগাছ। বাইডেনের কথা বুঝতেই পারেননি। বেশ খানিকক্ষণ পরে ব্যাপারটা বোধগম্য হয় তাঁর। স্ত্রীর জন্মদিন মনে করিয়ে দেওয়ার জন্য বাইডেনকে ধন্যবাদও জানান তিনি। স্ত্রীর জন্মদিনে অবশ্যই একটা কার্ড দিতে হবে, জিনপিংকে সেটাও মনে করিয়ে দেন বাইডেন।

প্রসঙ্গত, ১৯৮৭ সালে পেং লিউয়ানকে বিয়ে করেন জিনপিং। আগামী ২০ নভেম্বর ৬১ বছরে পা দেবেন চিনের ফার্স্ট লেডি। ওই একইদিনে ৮১ বছরে পা দেবেন বাইডেনও। সেই জন্যই আগে থেকে চিনা প্রেসিডেন্টের মাধ্যমে জন্মদিনের বার্তা পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *