মুম্বই, ১৫ নভেম্বর(হি.স.) : শচীন তেন্ডুলকারকে পেছনে ফেলে ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়লেন বিরাট কোহলি। ৫০ ওভারের সংস্করণে ৫০ সেঞ্চুরির মালিক বনে গেছেন কোহলি।
বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত ছিলেন শচীন। ক্রিকেট ঈশ্বরকে ছাড়িয়ে তার দিকে তাকিয়ে কুর্নিশ করেন কোহলি। হাততালি দিয়ে অভিবাদন গ্রহণ করেন শচীনও। ভারতকে বড় পুঁজির ভিত গড়ে দিয়ে ১১৩ বলে ৯ চার ও ২ ছক্কায় ১১৭ রান করে মাঠ ছাড়েন কোহলি।